SATBARIA DEGREE COLLEGE

KHAS SATBARIA, SHAHZADPUR, SIRAJGONJ

None

ইতিহাস

 

সাতবাড়িয়া ডিগ্রি কলেজ একটি শিক্ষা প্রতিষ্ঠান যা খাস সাতবাড়িয়া শাহজাদপুর সিরাজগঞ্জে অবস্থিত। কলেজটির এডুকেশনাল ইনস্টিটিউট আইডেন্টিফিকেশন নম্বর বা EIIN হল 128360 । ০১ এপ্রিল, ১৯৯৩ সালে কলেজটি প্রতিষ্ঠিত হয়েছে । প্রতিষ্ঠানটিতে বিজনেস স্টাডিজ, মানবিক ও বিজ্ঞান বিভাগ চালু রয়েছে । এর এমপিও নম্বর 8206063201।

গভর্নিং বডি কর্তৃক পরিচালিত প্রতিষ্ঠানটিতে দিনের শিফটে ক্লাস চলে । এটি সরকার কর্তৃক স্বীকৃত এবং স্বীকৃতির স্তরটি ডিগ্রি । সাতবাড়িয়া ডিগ্রি কলেজ রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে এমপিওভুক্ত একটি কোএডুকেশন শিক্ষা প্রতিষ্ঠান । প্রতিষ্ঠানটি ৬৭-সিরাজগঞ্জ-৬ আসনের নির্বাচনী এলাকায় অবস্থিত । সাতবাড়িয়া ডিগ্রি কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত । এর কলেজ কোড 2219 ৷ এই কলেজটিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি পর্যায়ে B. A. (পাস), B. S. S. (পাস), B. B. S. (পাস) কোর্স চালু রয়েছে ৷