SATBARIA DEGREE COLLEGE

KHAS SATBARIA, SHAHZADPUR, SIRAJGONJ

None

বাণী

Principal

 Principal 's Speech

MD. NAZRUL ISLAM

Principal

সাতবাড়ীয়া ডিগ্রি কলেজটি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরের বেলতৈল ইউনিয়নের অধীন নির্জন, উর্বর ও চির সবুজ সাতবাড়িয়া গ্রামে অবস্থিত । উপজেলা সদর শাহজাদপুর থেকে এই কলেজটি ৮ কিমি দূরে । সাতবাড়িয়া থেকে শাহজাদপুরের যোগাযোগ ব্যবস্থা অসুবিধাজনক বিধায় ইতোপূর্বে এখানকার তরুণ শিক্ষার্থীরা অতীতে উচ্চ শিক্ষা থেকে বঞ্চিত ছিল । এতদঅঞ্চলে উচ্চ শিক্ষা ব্যবস্থা চালু করার জন্য অত্র এলাকার কিছু শিক্ষাপ্রেমী ও সমাজসেবক ১৯৯৩ সালের ১লা জুলাই এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন । কলেজটি নারী শিক্ষার জন্য একটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে। প্রতিষ্ঠার কিছুদিন পরে ১৯৯৫ সালের ১লা জুলাই বিএ, বিএসএস এবং বিবিএস ক্লাস খোলা হয়। প্রতিষ্ঠার পর থেকেই এ কলেজটিতে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম সুষ্ঠুভাবে সফলতার সাথে চলছে।

Vice Principal

 Vice Principal 's Speech

MD.ABDUL HYE

Vice Principal

সাতবাড়ীয়া ডিগ্রি কলেজ অত্র এলাকার অন্যতম একটি বিদ্যাপীঠ । আমি একজন প্রতিষ্ঠাকালীন শিক্ষক হিসাবে এই কলেজে মানসম্মত শিক্ষাদানে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। সর্বস্তরের মানুষের সাথে-পাশে থেকে গ্রামীণ পরিবেশে গড়ে উঠা বিদ্যাপীঠটিতে শিক্ষা অর্জন ও মান নিশ্চিত করে সুনাগরিক তৈরী করাই আমার উদ্দেশ্য । শিক্ষা প্রতিষ্ঠানটির উন্নয়নের লক্ষ্যে অভিভাবকদের সুপরামর্শ একান্তভাবে কাম্য । শিক্ষাগ্রহন শেষে শিক্ষার্থীরা দেশের সেবায় নিয়োজিত হবে বলে আমি বিশ্বাস করি।